স্কীল ডেভলপমেন্টের জন্য অনলাইনে ছোটখাটো কোর্সের গুরুত্ব অনস্বীকার্য। বিগত কয়েক বছরে বিভিন্ন বিষয়ে মানুষকে অনলাইনে কোর্স করায় এমন হাজারেরও বেশী প্লাটফর্ম গড়ে উঠেছে। এসব প্রতিষ্টানের বেশীরভাগেরই ট্রেন্ডিং কিছু কোর্স আছে, যার বেশীরভাগ কোর্সেরই আল্টিমেটল গোল, ফ্রীল্যান্সিং ক্যারিয়ার।
তুলনামূলক সহজ আয়ের সুযোগ খোঁজা মানুষের একটা সহজাত বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটাকে লোভে কনভার্ট করা কিছু বিজ্ঞাপন এদেশের বিভিন্ন বয়স ও শ্রেণীর কোটি কোটি মানুষকে ফ্রীল্যান্সিং এর কোর্স করিয়েছে এবং করাচ্ছে। বাস্তব পরিসংখ্যানে এর ০.১% মানুষও সফল ফ্রীল্যান্সার হিসেবে ফুলটাইম ক্যারিয়ারতো দূরে থাক, পার্টটাইম ফ্রীল্যান্সারও হত পারেনি। এর কারন হলো ব্যাতিক্রম দুয়েকটা বাদে বেশীরভাগই লোভ দেখানো বিজ্ঞাপন সর্বস্ব কোর্স এবং পার্টিসিপ্যান্টদের অধিকাংশেরইবেই বিষয়ে ধৈর্য না থাকা।
অনলাইন কোচিং কিংবা স্কীল ডেভলপমেন্টের পুরো জগতটা এজন্য অনেকটা “ফ্রীল্যান্সিং শেখানোর কোচিং” টাইপের ট্যাগ খেয়ে গেছে। মানে কেউ যদি অনলাইনে স্কীল ডেভলপমেন্টের কথা বলে তাহলে প্রথমেই মাথায় আসবে, “ও আচ্ছা, ফ্রীল্যান্সিং শেখানো হবে, না?” এর কারনটা হলো মানুষ আসলেই আত্মোন্নয়নের জন্য কিছু শিখতে চায়না, খুব তাড়াতাড়ি আয় করার লোভ না দেখালে মূলত এসব কোর্স সেলই হবেনা, এত এত এডুটেক প্লাটফর্ম সাসটেইন করতেও পারবেনা।
অথচ আমরা একটু খেয়াল করলেই দেখব ব্যাক্তি হিসেবে আমাদের প্রত্যেকটা কাজেই স্কীলের ঘাটতি আছ। যারা বিভিন্ন অফিসে চাকরী করছেন, তারা তাদের কাজগুলোকে আরো স্মার্টলি কিভাবে করতে পারবেন, কিভানে লেটেস্ট টেকনোলজির সাথে এডাপ্ট করতে হবে এসব বিষয়ে কোন চিন্তা নাই। অফিস বেতন দিচ্ছে, আমি কোনভাব অফিস আওয়ার শেষ করে বাসায় ফিরতে পারলেই হলো, এমন।
আরেকটা উদাহরণ দেই। বাংলাদেশে হাজারেএ উপর এডুকেট প্লাটফর্ম আছে যারা লক্ষ লক্ষ মানুষকে শুধুমাত্র গ্রাফিক ডিজাইন শেখাচ্ছেন প্রতিনিয়ত। কোর্সগুলোর মধ্যে সবচেয়ে ট্রেন্ডিং কোর্স এটা। অথচ দেশের প্রিন্টিং ইন্ডাস্ট্রিতে কাজ করা ৯০% এর বেশী মানুষ এখনো গ্রাফিক ডিজাইনের লেটেস্ট টুলসগুলো সম্পর্কে জানেননা, এআই এর ব্যবহার জানেননা। তাদের পিসিতে দেখবেন এখনো ফটোশপ-৭, ইলাষ্ট্রেটরের সিএস/সিসি ভার্সনটা পর্যন্ত অনেকে ব্যাবহার করেননা। তাহলে লাখ লাখ মানুষ যারা প্রতিনিয়ত গ্রাফিক ডিজাইন শিখছেন তারা কই? আর ইন্ডাস্ট্রির লোকজনই বা কেন এসব কোর্স করে তাদের স্কীল ডেভলপ করছেনা?